আজ আমরা বিশ্বের নামকরা ৫৬ টি ফিড ফর্মুলেশন সফটওয়্যার তালিকা প্রকাশ করব। যা এনিম্যাল নিউট্রিশনিস্ট বা পুষ্টিবিদগণ পোল্ট্রি, ডেইরি, মৎস, ছাগল ও ভেড়া, পিগ সহ অন্যান্য সকল প্রাণির জন্য সুষম ফিড তৈরির রেসিপি বা ফর্মুলেশন করে থাকেন। এখানে প্রকাশিত ফিড ফর্মুলেশন গুলো র্যাংকিং আকারে প্রকাশ করা হয়নি। কাছেই, এখানে লিস্টে উপরে বা নিচের দিকে বলতে সেই ফিড ফর্মুলেশনের জনপ্রিয়তা বা তার কার্যকারিতাকে নির্দেশ করে না। ফিড ফর্মুলেশন সফটওয়্যার তালিকা তালিকায় স্থান পেয়েছে।
ফিড ফর্মুলেশন সফটওয়্যার তালিকা
- AutoFeed
- Winfeed 2.8
- NKMIX
- ZMIX
- ZLACT
- OptiMix
- Super Crac 6.0
- DAPP N-utrition 2.0
- Brill
- Allix
- Bestmix
- Eco-mix
- Promixer
- RationMix
- Concept 5
- Optifeed
- Nutrimax
- AFOS
- FeedLive 1.51
- Nutrion 10.2
- Sizirac
- Autofeed II
- Feedsoft
- SIOFRAM
- SPESFEED EXPRESS
- EGF Winfeed
- MIXIT WIN
- UFFDA
- WinMix
- MixFeed Cloud
- SYSNOVAFEED (Free)
- FeedExpert
- FeedAcces (On line)
- Optiformula Pro
- Optimal Formula
- Optimal WinDiet
- By specie:
- PCDairy
- Taurus (beef)
- Apollo (pig)
- Aries (sheep)
- AMTS (dairy)
- NDS (dairy)
- NittanyCow Dairy Ration Evaluator
- CPM dairy
- SIGA Ration (dairy)
- RationPRO MVP (dairy)
- Aminocow (dairy)
- Rationall (dairy)
- Spartan Dairy 3
- RLM 3.3 (beef and dairy)
- UPENN Ration Analyzer dairy)
- Formulate2 (dairy)
- CNCPS (beef and dairy)
- BRANDS (beef)
- MBG (beef and dairy, Spanish)
- Rumen 8 (for dairy animal)
এই লিস্টের বাইরে আপনার জানামতে ভালো কোনো সফটওয়্যার থাকলে কমেন্ট করে আমাদের জানান। আমর এই লিস্টে সেটার নাম যুক্ত করে দেব।
ধন্যবাদ সবাইকে।
Rumen 8 (for dairy animal)
updated. thanks a lot