ফিড উৎপাদনে কোন কাঁচামাল কিসের সোর্স হিসেবে ব্যবহৃত হয়?
এই আর্টিকেলে আমরা জানব, বাংলাদেশে বানিজ্যিকভাবে ফিডে এনার্জির সোর্স এবং প্রোটিন সোর্স হিসেবে কোন উপাদান গুলো ব্যবহৃত হয় এবং ফিড উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের তালিকা।
ফিড উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের তালিকা
এনার্জি সোর্সঃ
১। কার্বোহাইড্রেট সোর্স হতেঃ
- ভুট্টা
- গম
- গমের ভুষি
- গমের হাস্ক
- রাইস
- রাইস পলিস
- রাইস ব্রাণ
- রাইস হাস্ক
- ডিওআরবি
- বার্লি
- সরগম
- ওটস
- জোয়ার
- বাজরা
- মোলাসেস
২। ফ্যাট সোর্স হতেঃ
- সয়াবিন ওয়েল
- সরিষার ওয়েল
- সিসাম ওয়েল
- কোকোনাট ওয়েল
- সানফ্লাওয়ার ওয়েল
- ফিস ওয়েল
- ভেজিটেবল ওয়েল
প্রোটিন সোর্সঃ
১। প্রাণিজ আমিষ বা প্রোটিন সোর্সঃ
- ফিস মিল
- মিট মিল
- বোন মিল
- মিট এন্ড বোন মিল (বর্তমানে নিষিদ্ধ)
- ব্লাড মিল
- ফেদার মিল
- পোল্ট্রি মিল
- পোল্ট্রি বাই প্রোডাক্ট
২। উদ্ভিদজ আমিষ বা প্রোটিন সোর্সঃ
- সয়াবিন মিল
- ফুল ফ্যাট সয়াবিন
- সরিষার খৈল
- রেপসিড মিল
- কটন সিড মিল
- ডিডিজিএস
- সিজিএম
- ক্যানুলা মিল
৩। সিনথেটিক সোর্সঃ
- প্রোটিন কনসেনট্রেট
মিনারেল সাপ্লিমেন্টঃ
১। ক্যালসিয়াম সাপ্লিমেন্টঃ লাইমস্টোন, সেল গ্রিট,
২। ক্যালসিয়াম-ফসফরাস সাপ্লিমেন্টঃ ডাই-ক্যালসিয়াম-ফসফেট, মনো-ক্যালসিয়াম-ফসফেট, রক ফসফেট, বোন মিল
৩। ট্রেস মিনারেলঃ ট্রেস মিনারেল প্রিমিক্স
৪। সোডিয়াম সোর্সঃ খাবার লবন, সোডিয়াম বাই কার্বনেট
অন্যান্য সাপ্লিমেন্টঃ
১। ভিটামিন সাপ্লিমেন্টঃ ভিটামিন প্রিমিক্স
২। এমাইনো এসিডঃ ডিএল-মিথিওনিন, এল-লাইসিন, থ্রেরিওনিন
৩। অন্যান্যঃ প্রিবায়োটিক-প্রোবায়োটিক, গ্রোথ প্রোমোটর, টক্সিন বাউন্ডার, মোল্ড ইনহিবিটর, কক্সিডিওস্ট্যাট, এনজাইম, এসিডিফায়ার, লিভার টনিক, এন্টিওক্সিডেন্ট, ফ্লেভার, কালারিং পিগমেন্ট, পিলেট বাইন্ডার ও অন্যান্য এডিটিভস।
লেখকঃ ডাঃ শ্রাবণ হাসান সজল